Menu


স্যামসাং গ্যলাক্সি এস ২৪ আলট্রাতে যা যা থাকবে।

Report By: Ahmed Hussain Shahria

Date: 06-01-2024

সাধারণত স্যামসাং প্রতিবার বছরের শুরুতে কোম্পানির সবচেয়ে সুখ্যাত Galaxy S সিরিজের নতুন মোবাইলগুলো বাজারে ছেড়ে থাকে। এর ধারাবাহিকতায় ধারণা করা হচ্ছে, এ বছর (২০২৪) জানুয়ারি ১৭ তারিখ স্যামসাং তাদের Galaxy S 24 সিরিজ উন্মুক্ত করবে৷ এই লাইন আপে Samsung Galaxy S24, S24 plus এবং S24 Ultra একাধিক মোবাইল থাকলেও প্রতিবার নজর কাড়ে Ultra মডেলটি। তাই এবারও বাজারে আসতে যাওয়া মোবাইলগুলোতে কি কি ফিচার থাকবে তা নিয়ে বেশ সরগরম মোবাইল টেক প্রাঙ্গন। এবারের মোবাইলগুলোতে কি কি থাকার বা কি কি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তা জেনে নেয়া যাক :

বিল্ড

Galaxy S23 Ultra-র ডিজাইন এর সাথে তেমন পার্থক্য থাকবে না Galaxy S24 Ultra’র ডিজাইনে। পূর্বের মোবাইলগুলোতে এলুমিনিয়াম ফ্রেম ব্যবহার করলেও এবার Galaxy S24 Ultra তে স্যামসাং ব্যবহার করতে যাচ্ছে টাইটেনিয়াম ফ্রেম। ইতোপূর্বে গতবছর বাজারে আসা iPhone 15 Pro মডেলগুলোতে টাইটেনিয়াম ব্যবহার করেছে Apple। এর ধারাবাহিকতায় স্যামসাংও তাদের ফ্লাগশিপ মোবাইলগুলো টাইটেনিয়াম ব্যবহার শুরু করতে যাচ্ছে। যার দরুন মোবাইলের ওজন কিছুটা কমানো এবং মোবাইল অধিক টেকসই হবে। মোবাইলের সামনে এবং পেছনের পার্শ্বে থাকবে Gorilla Glass Victus 3 এর প্রটেকশন।

ডিসপ্লে:

ধারনা করা হচ্ছে স্যামসাং তাদের Galaxy S24 Ultra মডেলটিতে curved (বাঁকানো) ডিসপ্লের পরিবর্তে flat (সমান) ডিসপ্লে ব্যবহার করবে। আগের বারের চেয়ে নতুন ডিসপ্লে হবে আরো উন্নত ও লক্ষ্যনীয় মাত্রার উজ্জ্বল। Galaxy S24 Ultra মোবাইলে ব্যবহার করা ডিসপ্লে 1Hz - 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ক্যামেরা:

Samsung Galaxy S24 Ultra তে পূর্বের 23 Ultra-র ন্যায় এবারও মূল ক্যামেরব হিসেবে থাকবে 200 মেগা পিক্সেলের উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা। তবে বিগত Ultra মডেলগুলো ব্যবহৃত 10x Periscope Telephoto জুম লেন্স থাকলেও স্যামসাং তার পরিবর্তে ব্যবহার করতে যাচ্ছে 50 মেগাপিক্সেল 5x Periscope Telephoto জুম লেন্স, যা ব্যবহারকারীদের ভালোমানের পোর্ট্রেট ছবি তুলতে সাহায্য করবে। এছাড়াও বিভিন্ন লিক থেকে জানা যায় Galaxy S24 Ultra তে 120fps এ 4K ভিডিও ধারণের সুযোগ থাকবে।

Leaked Specifications:

  • Gorilla Glass Victus 3 front and back, Titanium frame, IP-68 water resistance, S-Pen.
  • 6.8 inches, Dynamic LTPO AMOLED 2X display with HDR10+ and 120Hz refresh rate, 2600 nits brightness.
  • Qualcomm SD 8Gen 3 CPU, Adreno 750 GPU, 12GBs of RAM, up to 1TB storage.
  • Android 14, One UI 6.1
  • Stereo speakers, under display ultrasonic fingerprint, 45W Fast Charging, 5000 mAh battery.