Menu


শাওমি ১৪ এর ডিজাইন প্রকাশ পেলো ঘোষনার আগেই

Report By: Ahmed Hussain Shahria

Date: 26-10-2023

শাওমী শীঘ্রই তাদের পরবর্তী ফ্লাগশিপ Xiaomi 14 সিরিজ বাজারে লঞ্চ করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ২৬ অক্টোবর ২০২৩ তারিখে তারা ১৪ সিরিজ অবমুক্ত করবে। এই লাইন আপে সাধারণত বেস, প্রো এবং আলট্রা মডেল থাকে।

ইতোমধ্যে শাওমি বেস মডেল Xiaomi 14 এর ডিজিটাল ছবি প্রকাশ করেছে। প্রকাশিত ছবিতে মোবাইলের রং সাদা ও চকচকে মেটাল ফ্লেম লক্ষ করা যায়। আইফোনের ফ্রেমের মতই এই মোবাইলের ফ্রেমও বেশ রাউন্ডেড থাকবে যা ভালো হ্যান্ড গ্রিপ ও আরামপ্রদ হবে।

এছাড়াও ডিসপ্লে ও ক্যামেরা প্লেসমেন্ট এর ধারনাও পাওয়া যায় ঐ ছবি থেকে। এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে জানা যায় Xiaomi 14 মডেলে থাকছে 6.36 ইঞ্চ AMOLED ডিসপ্লে, উপরে পাঞ্চ হোল ক্যামেরা কাট আউট। চারপাশের বেজেল বেশ চিকন থাকবে এবারের Xiaomi 14 সিরিজে এবং বেজেল ও চিনের পরিমান থাকবে প্রায় সমান। মোবাইলের পেছনে থাকছে তিন ক্যামেরার সেটাপ। মূল ক্যামেরা হিসেবে থাকবে 50 MP 1/1.31” সাইজের ওমনি ভিশন সেন্সর, লেইকার Summilux ল্যান্স যার এপার্চার থাকবে f/1.6। এছাড়াও 50 MP আলট্রা ওয়াইড ল্যান্সের সাথে থাকবে একটি 75mm* 50 MP টেলিফটো ল্যান্স।

Xiaomi 14 মোবাইলে থাকছেঃ

  • 6.36 inch AMOLED 120Hz ডিসপ্লে
  • Snapdragon 8 Gen 3 Chipset
  • 8/12 GB LPDDR5X RAM
  • UFS 4.0 storage
  • Stereo Speaker
  • IP 68 dust and waterproof
  • Up to 90W charging support